লোন অফিসার
জব কনটেক্সট
হার্ড সোসাইটি MRA সনদ (রেজি নম্বরঃ ২১১১২-০০০১৫৪-০০৭৯৭) প্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা দেশের প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। হার্ড সোসাইটির মাইক্রোক্রেডিট কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে লোন অফিসার পদে কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ
সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্য বাছাই এবং সমিতি গঠনের প্রস্তাব করা।
লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রস্তাব, কিস্তি আদায় এবং বকেয়া আদায় নিশ্চিত করা।
প্রযোজ্য শীট, ফরম ও রেজিষ্টারে ঋণ ও সঞ্চয় কার্যক্রমের দৈনন্দিন তথ্যাদি এন্ট্রি করা।
ঋণ ও সঞ্চয় হিসাব ফরম, রেজিস্টার/শিটসমূহ সংরক্ষণ করা।
সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা শাখা ব্যবস্থাপক/ হিসাব রক্ষকের নিকট জমা।
সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবহিত থাকা।
সংস্থার বিভিন্ন কার্যক্রম, সুযোগ সুবিধা এবং সেবা সম্পর্কে সদস্যদের অবহিত করা এবং সেবা সমূহ গ্রহণে উৎসাহিত করা।
সদস্যদেরকে সঞ্চয়ের সুফল সম্পর্কে অবহিত করা এবং সঞ্চয় জমা করার জন্য উৎসাহ প্রদান করা।
সংস্থা কর্তৃক গৃহীত পরিকল্পনা অনুযায়ী বকেয়া ঋণের টাকা আদায় এবং পলাতক সদস্যদের খুঁজে বের করায় সক্রিয়ভাবে অংশগ্রহন।
সকল কাজে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।
সংস্থার নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা মাফিক কাজ করা।
প্রয়োজনীয় সাপ্তাহিক প্রতিবেদন ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা।
শাখার বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করা।
বার্ষিক বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরীতে সহায়তা করা।
কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
যে কোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর
অভিজ্ঞতা
ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ১ থেকে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স ২৫ থেকে ৩২ বছর
শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
পুরুষ এবং নারী উভয় আবেদন করতে পারবেন।
সুপ্রতিষ্ঠিত কোন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে পিকেএসএফ পার্টনার ঋণ কার্যক্রমে সমপদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা এবং ৬০ লক্ষ টাকার ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
সৎ, প্ররিশ্রমী এবং নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে।
ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে অবশ্যই বাই-সাইকেল চালাতে ইচ্ছুক / পারদর্শী হতে হবে।
সংস্থার যেকোন কর্মএলাকায় অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি হতে পারে।
কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
যোগদানের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষে মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় কর্তৃক একজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী একমাসের বেতনের সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে প্রদান করতে হবে যা নির্দিষ্ট সময়ান্তে সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মানুযায়ী ফেরৎ প্রদান করা হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
কর্মস্থল
ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ
বেতন
আলোচনা সাপেক্ষ
সুযোগ-সুবিধাসমূহ
স্বল্প খরচে সংস্থা প্রদত্ত একক আবাসনের সুবিধা প্রদান করা হবে।
দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে প্রয়োজনে মাসিক কিস্তিতে সংস্থার তরফ থেকে সহজ শর্তে- বাই-সাইকেল প্রদান করা হবে।
সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত মাসিক মোবাইল বিল
চাকুরী স্থায়ীকরণের পর বার্ষিক বেতন বৃদ্ধি
২টি উৎসব বোনাস
লক্ষ্যমাত্রা অর্জন ভিত্তিক ইনসেনটিভ বোনাস
সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সকল সুবিধাদি