Skip to main content

শাখা ব্যবস্থাপক - মাইক্রোফাইন্যান্স

Job Context

হার্ড সোসাইটি MRA সনদ (রেজি নম্বরঃ ২১১১২-০০০১৫৪-০০৭৯৭) প্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা দেশের প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। হার্ড সোসাইটির মাইক্রোক্রেডিট কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শাখা ব্যবস্থাপক পদে কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

চাকরির দায়িত্বসমূহ

মাস ভিত্তিক বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা।

দায়িত্বপ্রাপ্ত শাখার কর্মী, তহবিল ও ব্যয় ব্যবস্থাপনা এবং অফিস পরিচালনা করা।

নীতিমালা অনুযায়ী ঋণ, সঞ্চয় এবং বকেয়া ব্যবস্থাপনা নিশ্চিত করা।

সমিতি ব্যবস্থাপনা ও সমিতি পরিদর্শনের কাজ মনিটরিং করা।

শাখার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।

নিয়মিত এবং নির্ধারিত সময়ে ব্যালান্সিং নিশ্চিত করা।

বার্ষিক বাজেট এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।

এমআইএস ও এআইএস সহ সকল প্রতিবেদন প্রস্তুত করা।

শাখার সকল হিসাব রক্ষণ এবং বিল-ভাউচারসহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদন এবং প্রয়োজনীয় অনুমোদনের জন্য প্রেরণ করা।

শাখার সকল প্রকার রেজিষ্টার / নথি / নির্দেশনা মোতাবেক যথাযথ ভাবে সংরক্ষর করা।

সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্মএলাকায় জনসংযোগ বৃদ্ধি করা।

কর্মীদের দক্ষতা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা।

কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।

চাকরির ধরন

ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

যে কোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর / সমমান পাশ

প্রয়োজনীয় দক্ষতা: Computer skill, Microcredit, microfinance

অভিজ্ঞতা

২ থেকে ৫ বছর

আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:

Micro Credit, Micro Finance

আবেদনকারীদের নিম্নলিখিত শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:

Micro-Credit

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ

বয়স ২৫ থেকে ৪০ বছর

শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন

অতিরিক্ত অভিজ্ঞদের জন্য বয়স শিথিলযোগ্য

শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস / বৃদ্ধি হতে পারে।

পিকেএসএফ পার্টনার প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে সমপদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা সহ ঋণ কার্যক্রমে ৫ বছর এবং ২ কোটি টাকার ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

কমপক্ষে ২ বছর শাখা পরিচালনার দায়িত্বে থাকা সহকারী শাখা ব্যবস্থাপকগন আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে ঋণ কার্যক্রমে সর্বমোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নিজস্ব মটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট এবং ইমেল ব্যবহার জানা বাধ্যতামূলক।

কম্পিউটারে Microfin 360 বা সমধরণের সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

যোগদানের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষে মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় কর্তৃক একজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে।

চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী একমাসের বেতনের সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে প্রদান করতে হবে যা নির্দিষ্ট সময়ান্তে সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মানুযায়ী ফেরৎ প্রদান করা হবে।

কর্মস্থল

ফরিদপুর, রাজবাড়ী,মানিকগঞ্জ

বেতন

আলোচনা সাপেক্ষ

সুযোগ-সুবিধাসমূহ

সংস্থার নিয়মানুযায়ী মোবাইল বিল, মোটর সাইকেল জ্বালানী ভাতা প্রদান করা হবে যা মাসিক বেতনের অন্তভূক্ত নয়।

কর্মদক্ষতার উপর দ্রুত পদোন্নতির সুযোগ রয়েছে।

স্বল্প খরচে সংস্থা প্রদত্ত একক আবাসনের সুব্যবস্থা আছে ।

লক্ষ্যমাত্রা অর্জন ভিত্তিক ইনসেনটিভ বোনাস।

চাকুরী স্থায়ীকরণের পর ২টি উৎসব বোনাস।

পারফরমেন্সেএর উপর ভিত্তি করে বার্ষিক বেতন বৃদ্ধি।

সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটি, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সকল সুবিধাদি।

Job Summary

প্রকাশ তারিখ: ৯ অক্টোবর  ২০২৩

খালি পদ: ১০

চাকরির ধরণ: ফুল টাইম

বয়স: বয়স ২৫ থেকে ৪০ বছর

অভিজ্ঞতা:  থেকে বছর

কর্মস্থল: ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী

বেতন: আলোচনা সাপেক্ষ

আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর  ২০২৩

Subscribe

STAY INFORMED. Subscribe to our newsletter.

Top